মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী কালাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক অাবদু সত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের অাত্মার মগফিরাত কামনা করে রবিবার (২৮ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সকাল ৮ টায় তাহার স্মরণে খতমে কোরঅান,দোয়া ও মিলাত মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কলেজ ক্যাম্পাসে সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে কাল ব্যাচ ধারণ করা হয়। কলেজ অফিসে খতমে কোরঅান ,দোয়া ও মিলাত মাহফিলে নাইক্ষ্যংছড়ি গর্জনিয়ার বিভিন্ন মসজিদের ইমাম গণ অংশ নেন।
দোয়া ও মিলাত শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মুহাম্মদ অাইয়ুব।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও অা ম রফিকুল ইসলাম,কলেজ পরিচালনা কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল,উপাঅধ্যক্ষ বশির অাহাম্মমদসহ মরহুমের সহকর্মী ,কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।