হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাথে মতববিনিময় করছেন ২ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফয়সাল হাসান খাঁন। রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্যাটালিয়ার হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিজিবি’র অধিনায়ক বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকের সঙ্গে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। নাফনদীর সীমান্ত ও উপকূল এলাকায় বিজিবির টহল তৎপরতার কারণে বিজিবি ইয়াবা আটকে অনেকাংশ সফলতা অর্জন করেছে। যেসব পয়েন্ট দিয়ে ইয়াবা পাচার হয় ওইসব এলাকায়ও বিজিবি’র নজরদারী বাড়ানো হয়েছে। আগামী দিনে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ন্ত্রণে সংবাদকর্মীদের কাছে তথ্যবহুল সংবাদ প্রকাশসহ সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন নবাগত অধিনায়ক।
মতবিনিময় সভায় উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দারসহ বিজিবি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এছাড়া টেকনাফ প্রেস ক্লাব, টেকনাফ সাংবাদিক ইউনিটি, সাংবাদিক ফোরাম, টেকনাফ পৌর প্রেস ক্লাব ও টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির
নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।