সংবাদদাতাঃ
নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি  সাইফুদ্দীন মামুন শিমুলকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তিনি মাথা ও পিঠে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সময় শিমুল নিজ বাসা থেকে বের হয়ে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা মসজিদে মাগরিবের নামাজ পড়ে দলীয় কার্যালয়ের যাওয়া পথে এ হামলার ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাইফুদ্দীন শিমুলের উপর হামলা চালায় বলে জানা গেছে। এই ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় রফিক ও নুরুল আবসারসহ কয়েকজনকে চিনেছে বলে ভিকটিম জানিয়েছে।

ভিকটিম শিমুল জানিয়েছেন, স্থানীয় রফিক ও নুরুল আবসার সহ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত রড ও লাঠিসোটা দিয়ে তাকে পেটাতে থাকে। পিটুনিতে তিনি মাটিতে পড়ে যান। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।