নিজস্ব প্রতিবেদকঃ
কুতুবদিয়ার লেমশিখালি দরবার ঘাট এলাকা থেকে  ২জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুইটি কার্তুজ ও দশটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশের ভাষ্যমতে, সন্ত্রাসীরা ৩০ রাউন্ড এবং পুলিশ ৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, লেমশীখালী দরবার জেটিঘাট এলাকায় ২ গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে সেখানে যায় পুলিশ। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় শাহিদুল ইসলাম ও তাপস বড়ুয়া নামের দু’পুলিশও আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ঘটনাস্থলে আহত দু’পুলিশ সদস্যকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত দুই জনের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে, স্থানীয়রা নিহত ২ জনকে জলদস্যু বলে জানিয়েছে।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ।