মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোহিঙ্গা শরনার্থী সমস্যা সমন্বয়ে ও তাদের মানবিক সহায়তা কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকার ও কক্সবাজার জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন ইউএনএইচসিআর, আইওএম সহ আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার প্রধানগন। জাতি সংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর) সদর দপ্তরের হাই কমিশনার মি. ফিলপপো গ্রান্ডো, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর ডাইরেক্টর জেনারেল মি. এন্টোনিও ভিটোরিনো এবং ইউএনওসিএইসএ-এর প্রধান মার্ক লাওকক কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসারের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাতকালে তাঁরা এ প্রশংসা করেন। তাঁরা বলেন-বিশ্বের সর্বোচ্চ শরনার্থী আগমনকালীন প্রকট সংকট ও তাদের মানবিক সহায়তা প্রদান এবং অন্যান্য মৌলিক সুবিধা দেয়ার বিষয়টি ছিল খুবই কঠিন। সে কঠিন ও জটিল সমস্যা নিয়ে তাঁরা খুবই চিন্তিত ছিলেন। বাংলাদেশ সরকার ও কক্সবাজার জেলা প্রশাসন অন্যান্য সকল সহযোগী সংস্থার সহযোগিতায় যেভাবে সে কঠিন সমস্যার সমাধান ও সমন্বয় করেছেন-তা নিঃসন্দেহ বিশ্বে নজীর স্থাপন ও বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে। তাঁরা এজন্য সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার রোহিঙ্গা শরনার্থী আগমনে স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্থ হওয়ায় ও পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটার বিষয়টি তাঁদের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরেন। কক্সবাজার জেলা প্রশাসনের বিশ্বস্ত একটি সুত্র সিবিএন-কে এ খবর নিশ্চিত করেছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোহিঙ্গা শরনার্থীদের সহযোগিতার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহযোগিতা আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মি. মিয়া সিপ্পো, ইউএনএইসসিআর, আইওএম, ইউএনওসিএইসএ-এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।