ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) এসএম শরিফুল ইসলাম।
কক্সবাজার সদর মডেল থানার জিআর মামলা নং-৮৯০/২০১৮, (থানা মামলা নং-৮৪) শুনানী শেষে বিচারক মোঃ দেলোয়ার হোসেন আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৫ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা জিআর-৯৩৩/২০১৮ ও ২৩/২০১৮ নম্বর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন শফিক চেয়ারম্যান। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামির পক্ষে মামলা পরিচালনা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী সাজ্জাদুল করিম।
সাথে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, অ্যাভোকেট আবু হেনা মোস্তফা, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট জিয়াউর রহমান।
এদিকে, চেয়ারম্যান শফিকুর রহমান সিকদারের আইনজীবী সাজ্জাদুল করিম জানান, যে ঘটনায় শফিকুর রহমান সিকদারকে আসামি করা হয়েছে ওই ঘটনার সাথে তার কোন ধরনের সম্পর্ক ছিল না। সম্পূর্ণ পরিকল্পিত, মিথ্যা ও সাজানো মামলায় তাকে আসামি বানানো হয়েছে। মূলতঃ এলাকায় জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে গেছে।
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করলে চূড়ান্তভাবে তিনি এ মামলায় খালাস পাওয়ার আশা করছেন আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী।