মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলহাজ্ব মনির আহমেদ প্রকাশ মনির আহমেদ মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মঙ্গলবার ২৩ এপ্রিল দিবাগত রাত সাড়ে বারটার দিকে কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় সড়কস্থ আলহাজ্ব মনির আহমেদ নিজ বাসভবনে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কাউয়ারখোপ থেকে তাৎক্ষনিক কক্সবাজার শহরের আল ফুয়াদ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আলহাজ্ব মনির আহমেদকে মৃত বলে ঘোষনা করেন। মরহুম আলহাজ্ব মনির আহমেদ কাউয়ারখোপের মনিরঝিল গ্রামের মরহুম হাজী আবদুল খালেকের জ্যেষ্ঠ পুত্র। এছাড়া মরহুম মনির আহমেদ কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক মোহাম্মদ আবদুল মান্নান, কবি কামাল হোসেন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তসলিমুন্নেসা’র পিতা। মরহুম আলহাজ্ব মনির আহমেদ কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোজাফফর আহমেদ, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মীর কাশেম সিকদারের ভগ্নিপতি এবং সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হক ওসমানী’র ভায়রা ভাই। বুধবার ২৪ এপ্রিল বেলা আড়াইটায় পূর্ব কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আলহাজ্ব মনির আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের সন্তান কবি কামাল হোসেন সিবিএন-কে নিশ্চিত করেছেন।