পেকুয়া প্রতিনিধি:

খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন। পুষ্টি উন্নয়নের বুনিয়াদ এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের পেকুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩এপ্রিল) সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি উদ্যোগে এ বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে পেকুয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র‍্যালী পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাবের।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মোঃ কাউছারের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য দেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান, চিকিৎসা কর্মকর্তা ডাঃ মুনির উল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক জাকের হোছাইন ও উপ স্বাস্থ্য কর্মকর্তা বেলাল উদ্দিন প্রমুখ।

এছাড়া এ র‍্যালী ও আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।