প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা স্বর্ণ পদক পেয়েছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান।

সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় তাকে এ পদক তুলেন দেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কামাল উদ্দীন আহমেদ।

১৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ স্বর্ণপদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী, ভাষা সৈনিক রেজাউল করিম, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ ফয়জুল ইসলাম চৌংসহ অনেকেই।

বেঙ্গল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মো. মাসুদুর রহমান এতে সভাপতিত্ব করেন।

যারা একাগ্রতা ও দৃঢ়তার প্রত্যয় নিয়ে দেশকে ভালোবেসে উন্নয়ন এবং সাংস্কৃতিক অগ্রগতির দিকে দেশকে এগিয়ে নিয়ে এসেছেন তাদের পুরস্কৃত করে এ প্রতিষ্ঠান।

একই সঙ্গে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কল্পে সরকার, দেশের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সেসব পদক্ষেপ নিয়েছে বা বাস্তবায়ন করেছেন তাও জনগণের সামনে তুলে ধরে তেরেসা স্মৃতি ফাউন্ডেশন।

স্বর্ণপদকের জন্য মনোনীত করায় ধলঘাটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়ারম্যান কামরুল।

ধলঘাটা ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোক্তার আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান তিনি।

এরআগে কামরুল হাসান চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।