নিজস্ব প্রতিবেদক:
পরিচালকের বিরুদ্ধে মেয়ে সংক্রান্ত অভিযোগ তুলে পদত্যাগ করেছেন কক্সবাজার সদরের ঈদগাঁও বাসস্টেশন  সংলগ্ন ‘এডুকেশন টেকনোলজি সার্ভিস এন্ড কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট’ (প্রতিষ্ঠান কোড-৭৪০৫১) এর প্রিন্সিপ্যাল নূরুল ইসলাম।
সোমবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক ওয়ালে তিনি এ ঘোষণা দেন।

নূরুল ইসলাম লিখেছেন- কালেভদ্রে ওখানে যেতাম। সম্মতি নিয়েই ছেলেটা তার প্রতিষ্ঠানে আমার নামের সঙ্গে ‘প্রিন্সিপাল’ যোগ করেছিল। ভেবেছিলাম নামটি ছড়ালে হয়তো আমার স্কুলের কিছু শিক্ষার্থী তার ওখানে প্রশিক্ষণ নিতে যাবে। বেজায় পরিশ্রমী ছেলেটার হোক না কিছু উপকার। হয়েছেও তাই।
সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অভিযোগ সে এক মেয়ে প্রশিক্ষণার্থীর সাথে অশোভন আচরণ করেছে। ব্যাপারটি আমার সাথে যায়না। পদত্যাগ করছি। আগামীতে এ প্রতিষ্ঠানের কাজের সুনাম-দুর্ণামের সাথে আমার সংশ্লিষ্টতা থামিয়ে দিলাম।

তবে, নূরুল ইসলাম নিজের স্ট্যাটাসে কোন পরিচালক? তা উল্লেখ না করায় সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়।
বিশ্বস্ত সুত্র জানিয়েছে, পরিচালক তারেকুল হাসান তারুনের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ দীর্ঘদিনের। এ কারণে প্রিন্সিপ্যাল নূরুল ইসলাম পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, এডুকেশন টেকনোলজি সার্ভিস এন্ড কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত একটি প্রতিষ্ঠান।