বার্তা পরিবেশক:

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কক্সবাজার জেলা শাখার ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯’ এর চিত্রাংকন (ক) বিভাগে ১ম হয়েছে ঐহিত্যবাহি পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া হাসান তাহি।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কক্সবাজার জেলা সভাপতি ও দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল এবং কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।

উল্লেখ্য, তাসনিয়া হাসান জেলা প্রশাসন, সরকারি গণগ্রন্থাগার ও শিশু একাডেমিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে অসংখ্য পুরস্কার প্রাপ্ত মেধাবি আঁকিয়ে। সে তার অব্যাহত সাফল্যে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেছে। তাসনিয়া হাসান জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী এবং কক্সবাজার খবর বার্তা প্রধান ও সাংবাদিক সংসদ কক্সবাজার দপ্তর সম্পাদক কবি এস.এইচ মুক্তা’র একমাত্র সন্তান।