প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রামের পটিয়ার কেলিশহরে গত ২০ এপ্রিল পরমহংস শ্রীমৎ স্বামী সত্যানন্দ ও শ্রীমৎ ১০৮ স্বামী মঙ্গলদাশ (কালাবাবা) যোগসিদ্ধাশ্রমের ১৫২তম বর্ষপূর্তি ও আন্তর্জাতিক আন্তঃধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশ্রম অধ্যক্ষ মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাখাল চন্দ্র বর্মণ। সম্মেলন উদ্বোধন করেন ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটির মহাসচিব ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল। অনুপম বনিক লিটনের সভাপতিত্বে এবং প্রীতিলতা পোদ্দারের সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন যোগসিদ্ধাশ্রমের সম্পাদক প্রকৌশলী পিংকু দাশগুপ্ত। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড.দুলাল কৃষ্ণ সাহা। সম্মেলনে অতিথি ছিলেন, দক্ষিণজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মফিজুর রহমান, ঢাকা বিশ^বিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ইউএসএ’র ইউআরআই বাংলাদেশ প্রতিনিধি অধ্যাপক ড. মো. আব্দুল হাই, পটিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডা.তিমির বরণ চৌধুরী, পটিয়ার আল-জামেয়া আল্-ইসলামিয়ার মাওলানা ওবায়দুল্লাহ্ হামজা, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথের, আনোয়ারার বোয়ালগাঁও মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কালিপদ মজুমদার, অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পটিয়া থানার এসআই সুজন কুমার দে, মো.কামাল, সঞ্চয় বড়ুয়া, বিপ্লব চৌধুরী, পুলিন দে, দুলাল কান্তি মহাজন, মো. সেলিম, আশীষ কুমার দত্ত, মো.আজম উদ্দিন, বিপ্লব দে, আশ্রমের ভূমিদাতা সুনীল কান্তি সেন, রতন কান্তি সেন, শাওন মহাজন ও ডা. শোভন দাশ। শ্রীশ্রী চ-ী পাঠ করেন ডা. শিবু চক্রবর্তী ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন রবিন্দ্র দেবনাথ রবি এবং উদ্বোধনী ও আন্তঃধর্মীয় সংগীত পরিবেশন করেন ডা.সজল কান্তি নাথ, কুষ্টিয়ার লালন শিল্পী তৌহিদ শাহ। আন্তঃধর্মীয় মহাসম্মেলনে সকল ধর্মের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি