ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সমুদ্র সৈকতে সার্ফিং করতে গিয়ে ভেসে যাওয়া অবস্থা থেকে মো. তারেক আজিজ (২৬) এক তরুণকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে সার্ফিং ক্লাবের সদস্যরা তাকে উদ্ধার করে।
উদ্ধার তারেক আজিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বিটঘর গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারেক আজিজের বন্ধু মোঃ রাকিব মিয়া এই খবর সিবিএনকে জানিয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সার্ফিং ক্লাবের সদস্যরা জানায়, আগে থেকে কিছুটা সার্ফিং জানতো তারেক আজিজ। শুক্রবার বেলা দুইটার দিকে সার্ফিং করতে করতে মাঝ সাগরে চলে যায়। কিছু দূর গিয়ে ঢেউয়ে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যায়।
দূর থেকে তাকে দেখা না গেলেও সার্ফিং বোর্ড দেখা যায়। সেই সুত্র ধরে তাকে উদ্ধার উদ্ধার করা হয়।
তারেক আজিজের বন্ধু মোঃ রাকিব মিয়া জানায়, পায়ের সাথে সার্ফিং বোর্ড এ থাকা রশিটি বাঁধা ছিল। তাই তাকে খুব দ্রুত উদ্ধার করা গেছে।
উদ্ধার অভিযান সার্ফিং ক্লাবের চারজন সদস্য অংশগ্রহণ করে। বর্তমানে তারেক আজিজ সুস্থ আছে। তারা সার্ফিং ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।