এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ইভটিজিং বিরোধী অভিযানে তিন বখাটেকে আটকের অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপর সাড়ে বারোটার দিকে চকরিয়া পৌর সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ অভিযান চালায়। এ সময় তিন বখাটে যুবককে আটক করে অর্থদন্ড ও মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আটককৃতরা হলেন চকরিয়া পৌর সভার ৮নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকার মোহাম্মদ লেদুর ছেলে জাহেদুল ইসলাম মামুন (১৯), একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আবছার (১৯) ও আব্দু ছত্তারের ছেলে তৌহিদুল ইসলাম (১৮)। পরে তিন বখাটে যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে দুইশত টাকা করে অর্থদন্ড দেয়ার পর মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, চকরিয়া পৌর সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় বিদ্যালয় চলাকালীন সময়ে কিছু বখাটে যুবক জড়ো হয়ে ছাত্রীদের ইভটিজিংয়ের খবর পেয়ে বৃহস্পতিবার দুপর সাড়ে বারোটার দিকে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় তিন বখাটে যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে দুইশত টাকা করে অর্থদন্ড দেয়ার পর মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।