মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকাল ৯ টা থেকে কক্সবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য গণশুনানীতে অংশ নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (তদন্ত) এ.এফ.এম আমিনুল ইসলাম কক্সবাজার পৌঁছেছেন। বুধবার সন্ধ্যায় তিনি কক্সবাজার পৌঁছালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পুস্পস্তবক দিকে তাঁকে স্বাগত জানান।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, জেলা প্রশাসন ও দুদকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদক কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম বৃহস্পতিবার কক্সবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯ টা বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য গণশুনানীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। গণশুনানীতে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস, জরীপ অফিস, সাব রেজিস্টার অফিস, পল্লীবিদ্যুৎ অফিস, হিসাবরক্ষণ অফিস, পিআইও অফিস, সমবায় অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস সহ আরো বেশ ক’টি সরকারি অফিসের কর্মকর্তারা গণশুনানীতে উপস্থিত থেকে গণশুনানীর বিভিন্ন প্রশ্নের উত্তর ও অভিযোগের সমাধান করবেন বলে দুদক কার্যালয় সুত্রে জানা গেছে। ইতিমধ্যে যাঁরা গণশুনানীতে অংশ নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছেন তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক পিপি সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর অনুরোধ জানিয়েছেন। দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত উক্ত গণশুনানীতে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে দুদক কার্যালয় সুত্রে জানা গেছে।