মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান):
বান্দরবানের আলীকদমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরূমে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ্। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ইসকান্দও নুরী ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।

সভায় বক্তারা ঐতিহাসিক মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরেন। পাক হানাদার বাহিনীর জেলে বন্দি থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের যাদুস্পর্শে এবং তৎকালীন দেশপ্রেমিক নেতাদের যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্থান পেয়েছে মর্মে বক্তারা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইতিহাসের ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সারসংক্ষেপ ইতিহাস তুলে ধরেন।