হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি স্পেশাল সার্ভিস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০ দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী স্পেশাল সার্ভিস ফাতেমা এন্টারপ্রাইজ (চট্টমেট্টো-ব ১১-১১৩১) উপজেলার হোয়াইক্যং ইউপি কানজর পাড়া বাজারের আগে পৌঁছে অন্য আরেক বাসের সাথে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বিকট শব্দ শুনে স্থানীয় এগিয়ে এসে আহতদের উদ্ধার করলেও গাড়ী চালক পালিয়ে যায়। উদ্ধারকৃত আহত ১০জন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফে বাস খাদে, আহত-১০
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
