প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৪ জনকে আটক করেছে। গত ২৪ ঘন্টায় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ খায়রুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই শেখ মোঃ সাইফুল আলম, পিএসআই এমরান হোসেন,এসআই সুজর চন্দ্র্র,এসআই আবু বক্কর সিদ্দিক,এসআই জহিরুল ইসলাম,এসআই রাজিব চন্দ্র,এএসআই হারুনুর রশিদ বাকী,সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১।শফি উল্লাহ,পিতা-মোস্তাক আহমদ,সাং- ছনখোলা পূর্ব ঘোনার পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
২। সাইফুল ইসলাম,পিতা- মৃত ইসমাইল,সাং- মালুম ঘাট,থানা- লামা,জেলা-বান্দরবান।
৩। নজরুল ইসলাম,পিতা- মোঃ ইউসুফ,সাং-টাইম বাজার,থানা-মহেষখালী,জেলা-কক্সবাজার।
৪। মোঃ ইলিয়াছ,পিতা- হাবিবুর রহমান,সাং-পশ্চিম বাহারছড়া,থানা ও জেলা-কক্সবাজার।
৫। মোঃ আলী,পিতা- ফরিদুল আলম,সাং-বেয়ালখালী ইউপি,থানা ও জেলা-কক্সবাজার।
৬। আইয়ুুব আলী,পিতা-আব্দুল হক,সাংÑবিজিবি ক্যাম্প,থানা ও জেলা-কক্সবাজার।
৭। মোঃ শাকিল,পিতা- মৃত সৈয়দ আলম স্থায়ী : (ভেমারিয়া ঘোনা, ঈদগাও) , উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার,
৮। আব্দুল হান্নান খান প্রঃ রাজু, পিতা- মৃত আবুল বশরত খান স্থায়ী : (লাইট হাউজ পাড়া) , উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার,
৯। নুরুল , পিতা- মৃত নুরুল আবছার স্থায়ী:(মধ্যম বাহারছড়া), উপজেলা/থানা- কক্সবাজার সদর, কক্সবাজার।
১০। নয়ন শর্মা,পিতা-মানিক শর্মা,মাতা-সবিতা শর্মা,সাং-ভক্তপুর জজ বাড়ী,থানা-ফটিকছড়ি,জেলা-চট্টগ্রাম,বর্তমানে-দক্ষিণ বাহারছড়া কবর স্থান,(মাষ্টার জগদীশ শর্মা বাড়ী)থানা ও জেলা-কক্সবাজার
১১। মোঃ আমিন হোসেন পাখি,পিতা- মৃত আবু তাহের,মাতা-মৃত কুলসুমা বেগম,সাং-ক্ষিণ বাহারছড়া কবর স্থান পাড়া(আবু তাহের বাড়ী)থানা ও জেলা-কক্সবাজার
১২। মোঃ আরিফুল ইসলাম,পিতা-মৃত মীর আহম্মদ,সাং-হাজী পাড়া (ঝিলংজা)থানা ও জেলা- কক্সবাজার
১৩। তাজুল ইসলাম বাবুল, পিতা-মৃত আব্দুল জব্বার,সাং-দক্ষিণ বাগমারা,থানা-সদর দক্ষিণ,জেলা-কুমিল্লা,
১৪। নাছের উদ্দিন প্রঃ নাছির, পিতা-মৃত লেদু মিয়া,মাতা- মনোয়ারা বেগম,আলী আকবর ডেইল(নুর ছপা চেয়ারম্যান বাড়ী) থানা-কুতুবদিয়া,বর্তমানে-দক্ষিন হাজীর পাড়া(ইব্রাহিমের ভাড়া বাসা)ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।