আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশের নাকের ডগায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে ।
১৩ এপ্রিল দিবাগত রাত পৌনে ৯ টার দিকে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্র সংলগ্ন ফকির বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আচমকা একদল দূর্বৃত্ত বাজারের বিছমিল্লাহ মেডিকোতে হামলা ও ভাংচুর শুরু করে। এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হতে দেখে, পুলিশ পৌছার পূর্বেই দূর্বৃত্তরা গা ঢাকা দেয়। সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে এএসআই নিজামের নেতৃত্বে পুুুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ইনচার্জ পরিদর্শক আসাদুজ্জামান হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ।
ব্যবসা প্রতিষ্টান স্বত্বাধিকারী ইসলামপুর ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবদুস শুক্কুর বলেন, অন্যায়ভাবে অজ্ঞাত কারণে চিহ্নিত সোনা মিয়া,জাহাঙ্গীর ও রাসেলের নেতৃত্বে কয়েকজন তার দোকানে হামলা,ভাংচুর করে নগদ মোটা অংকের টাকা ও মালামাল লুট করে পুলিশ পৌছার পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় তিনি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। ঘটনার পর থেকে ফের হামলার আশংকায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে ।