চকরিয়া সংবাদদাতা:

বাংলাদেশে এই প্রথম প্রযুক্তিগতভাবে (যান্ত্রিক ও গাণিতিক পদ্ধতিতে চারুকলা শিক্ষা) ব্যাপক গবেষণায় আবিস্কার করে সক্ষমতা অর্জন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কপিরাইট স্বীকৃতি চকরিয়া উপজেলার কৃতি সন্তান ফারাজ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক- চিত্রশিল্পী এম আজিজুল হক সুমন ও সরওয়ার আলমকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কপিরাইট স্বীকৃতি সম্মাননা দেওয়া হয়েছে। এদিকে ১২ এপ্রিল সন্ধ্যা ৭ টায় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদের সাথে তার প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কৃতি চিত্র-চারুশিল্পী সুমন ও সরওয়ার। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন ও অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর। এসময় প্রেসক্লাবের সভাপতি তাদের চিত্র-চারু শিল্প কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন এবং তাদের নেতৃত্বে চকরিয়ায় চিত্র-চারু শিল্পে সফলতার সহীত আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

অপরদিকে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরীর সাথে এদিন বিকাল ৩টায় সৌজন্যে স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।