মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা সদর হাসপাতালে সুপারিন্টেনডেন্ট ও সহকারী পরিচালক পদে নুতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ২৫০ শয্যার হাসপাতালের শীর্ষ দু’টি পদের মধ্যে সুপারিন্টেনডেন্ট পদে ফৌজদারহাঠ বক্ষব্যাধী হাসপাতালের প্রধান ডাঃ মহিউদ্দিন ও সহকারী পরিচালক পদে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রফিকু উস সালেহীন ইমু নিয়োগ পেয়েছেন। ডাঃ রফিকু উস সালেহীন ইমু বুধবার ১০ এপ্রিল কর্মস্থলে যোগদান করেছেন। সদর হাসপাতালের সাবেক সুপারিন্টেনডেন্ট
ডাঃ সুলতান আহামদ সিরাজী গত ১৪ মার্চ থেকে পিআরএল-এ যাওয়ার পর ডাঃ বিধান পাল ভারপ্রাপ্ত সুপার হিসাবে এপদে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে, ডাঃ সুলতান আহমেদ সিরাজী পদোন্নতি পেয়ে জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালকের পদ থেকে সুপারিন্টেনডেন্ট পদে যোগদানের পর থেকে সহকারী পরিচালকের পদটি দীর্ঘদিন যাবত শূন্য ছিল। বিষয়টি কক্সবাজার জেলা সদর হাসপাতালের দন্ত বিভাগের প্রধান ডাঃ বশির আহমেদ সিবিএন-কে নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, কক্সবাজার জেলা সদর হাসপাতালে গত ৪ এপ্রিল থেকে রোগীর স্বজনদের সাথে ইন্টার্নি চিকিৎসকদের সংগঠিত বেশ ক’টি অপ্রীতিকর ঘটনার পর হাসপাতালে বার বার অচলাবস্থা সৃষ্টি হয়। এনিয়ে, হাসপাতালের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়।