মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঢাকা শহরে “দোলনচাঁপা” নামক মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হয়েছে। দেশের বিখ্যাত শিল্পগ্রুপ র‍্যাংগস-এর উদ্যোগে এই প্রথম ঢাকা শহরে মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হলো। মেরুন কালারের এই বাসগুলো ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন রোডে সীমিত আকারে চালু করা হয়েছে। মহিলারাও বাস গুলোতে চড়তে নাকি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
প্রসঙ্গত, চলার পথে বিশেষ করে ঢাকা শহরের গণপরিবহনে কথিত যৌন হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে এক অভিনব কৌশল নিয়েছিলেন, জিনাত জাহান নিশা নামে এক তরুনী। বাংলাদেশি ডিজাইনার নিশা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর করেছেন তিনি। জিনাত জাহান নিশা এক ফেসবুক পোস্টে বলেছেন, বাসে, রাস্তায় নিজের সাথে হওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেছিলাম ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখনি দিয়ে খোঁপার কাঁটায়। এবার নিয়ে এলাম তা টি-শার্টে। গত বছর খোঁপার কাঁটায় ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লিখে গণপরিবহনে নারীদের যৌন হয়রানির প্রতিবাদ জানিয়েছিলেন এই তরুণী। এবার একই শ্লোগানে নিয়ে এসেছেন টি-শার্ট। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এ অভিনব কৌশলের সমালোচনা করেছেন অনেকে। সমালোচকেরা এখন বলছেন, মহিলাদের জন্য যেহেতু ঢাকা শহরে র‍্যাংগস-এর উদ্যোগে ‘দোলনচাঁপা’ নামক পৃথক বাস সার্ভিস চালু হয়েছে-সেহেতু এখন আর ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ শ্লোগান লিখে মেয়েদের টিশার্ট পরার দরকার নেই। কারণ মেয়েদের জন্য এখন ‘দোলনচাঁপা’ আলাদা সার্ভিস দিচ্ছে।