ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:

শিক্ষার্থীদের মধ্যে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে “সততা ষ্টোর” উদ্ধোধন করা হয়েছে। ৮ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে প্রধান শিক্ষক আনিচুর রহমানের সভাপতিত্বে সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহনি ব্যবসাপ্রতিষ্ঠান “সততা ষ্টোর” উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. হাছান কুতুবী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুতুবদিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুস্ ছত্তার প্রমুখ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জিগারুন নাহার, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদুল আলম, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউছুপ, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্কুর আলম আজাদ, কৈয়ারবিল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল ও উত্তরণ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর খোলা হয়েছে। এসব ষ্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা আছে। সেখান থেকে শিক্ষার্থীরা তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব সততা স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগিতা বাড়বে।