এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়ায় ইউনিয়ন পরিষদ সমুহের তৃণমূল পর্যায়ে সহজে ডিজিটাল সেবা নিশ্চিত করতে ইউপি সচিবদের কাছে উন্নতমানের মোবাইল সেট বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলা ১৮টি ইউনিয়ন পরিষদ সচিবদের কাছে এসব উন্নতমানের মোবাইল সেট বিতরণ করা হয়। রবিবার (৭ এপ্রিল) বিকালে সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্ব-স্ব ইউনিয়নের সচিবদের কাছে এসব মোবাইল সেট তুলে দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। এ সময় কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল ও বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ইউপি সচিবগন উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ইউনিয়ন পর্যায়ে সচিবদের অনলাইন সিস্টেমে স্টীম এন্ট্রিকরণ কৌশল অবহিতকরণ ও তৃণমূল পর্যায়ে সহজে ডিজিটাল সেবা নিশ্চিত করতে উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ সচিবদের কাছে উন্নতমানের মোবাইল সেট বিতরণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এসব মোবাইল সেট বিতরণ করা হয় বলেও জানান তিনি।