জে.জাহেদ, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর ঘাট থেকে ওপারে সল্টগোলা ঘাট পার হতে গিয়ে কর্ণফুলী নদীতে নৌ-দূর্ঘটনায় দুইজন নিখোঁজ হয়েছেন।

বিষয়টির সত্যতা জানিয়েছেন জুলধা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমদ।

৭ এপ্রিল রবিবার সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীতে এ নৌ দূর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, ১। হানিফ-(৩৫) কর্ণফুলী উপজেলা ডাঙ্গারচর ৩ নং ওয়ার্ড দিঘীর পাড়ার আব্দুর খালেকের ছেলে ২। মো. আকবর (৪০) একই এলাকার ১ নং ওয়ার্ডের সিদ্দিকের বাপের বাড়ির প্রকাশ বড় মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে ডাঙ্গারচর ঘাট থেকে ১২জন যাত্রী নিয়ে নগরীর সল্টগোলা ঘাটে আসছিল ইঞ্জিন চালিত নৌকাটি।

ঘাটে পৌঁছার কিছুদূর আগেই নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে গিয়ে নদীতে থাকা জাহাজের সাথে ধাক্কা লাগে ভয়ে ঘটনাস্থালে কয়েকজন লাফ দেয় নদীতে এতে দূর্ঘটনা ঘটে যায়।

এ সময় স্থাানীয় জনতা ও মাঝিমাল্লাদের সহযোগিতায় বাকিরা কূলে উঠতে সক্ষম হলেও বাকি ২জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ এলাকার চেয়ারম্যান রফিক আহমদ।

স্থাানীয় যুবক সিরাজুল ইসলাম হৃদয় জানান, নৌকাটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় ডাঙ্গারচর ঘাট থেকে সল্টগোলা ঘাটে আসছিল। ঘাটে পৌঁছার কিছুদূর আগেই ইঞ্জিন বিকল হয়ে দূর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌ পুলিশ, কোস্টগার্ড ও স্থাানীয় জনতা নিখোঁজের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া যায়।