জুবাইর উদ্দিন, চবি

চবি ছাত্রলীগের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাগানো তালা খুলতে গেলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ বাধে।

রোববার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষ হয়।

জানা যায়, অবরোধের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন তাদের তালা খুলতে বলেন। এসময় তারা তালা খুলতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ গিয়ে তালা খুলতে চাইলে ছাত্রলীগের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে।

ছত্রভঙ্গ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনের সড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। পুলিশও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সংঘর্ষের সময় পুলিশের এক কনস্টেবল ও ছাত্রলীগের তিনজন আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।