হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা-চেরারকুল পর্যন্ত ৪৪ লাখ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে এইচবিপি সড়ক।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে এক কিলোমিটার বিশিষ্ট ওই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো.শফিউল্লাহ। উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প থেকে সড়কটি নির্মাণ হচ্ছে।

কাজের উদ্বোধনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ বলেন- পর্যায়ক্রমে নাইক্ষ্যংছড়ির গুরুত্বপূর্ণ সড়কগুলোর মান পরিবর্তন করা হবে।

এসময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ উপস্থিত ছিলেন।