মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সেভ দ্যা চিলড্রেন এর প্রধান নির্বাহী এবং ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী মিস হেল থর্নিং শ্মিট কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেছেন। শনিবার ৬ এপ্রিল সাক্ষাতকালে সেভ দ্যা চিলড্রেনের প্রধান নির্বাহী রোহিঙ্গা শরনার্থী সংকট ও স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশের ক্ষতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গা শরনার্থী আগমনের কারণে স্থানীয় জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব, পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জেলা প্রশাসনের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছে। সাক্ষাতকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার ও সেভ দ্যা চিলড্রেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।