আমান উল্লাহ কবির, টেকনাফ :

শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে পিছিয়ে পড়া টেকনাফের জনগনকে অগ্রসর এবং মাদকের বদনাম মুছিয়ে ফেলতে বস্ত্র, হস্ত ও কুঁটির শিল্প মেলার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। গ্রামীন সংস্কৃতির পাশাপাশি টেকনাফের মানুষ বিনোদনের প্রতি আগ্রহী হবে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বেশ অবদান রাখবে। এধরনের মেলার আয়োজন এই সময়ের জন্য খুবই যুগপোযোগী। ৫ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় টেকনাফ পৌর বাস টার্মিনাল চত্বরে টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেলার চেয়ারম্যান মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র, হস্ত্র ও কুঁটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান প্রমুখ। উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা, পৌর কাউন্সিলর আবদুল্লাহ মনির, কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কল হোসেন। সাংবাদিক সংসদ কক্সবাজার এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।