মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সরকারী, আধা সরকরি সায়ত্বশাসিত, বিভাগ ও সংস্থার চাকুরীজীবীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। মন্রীপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মোসাম্মৎ নাসিমা বেগমের স্বাক্ষরে গত এক এপ্রিল এই গেজেট প্রকাশ করা হয়। অর্থ মন্ত্রনালয়ের মন্ত্রীকে আহবায়ক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিল্প মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রীকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে। প্রকাশিত গেজেটে একইসাথে মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব/সচিব, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রনালয় অথবা বিভাগের সচিবদের দিয়ে একটি সহায়তাদানকারী কমিটিও গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করা যাবে। এই কমিটির আওতা ও পরিধির মধ্যে রয়েছে-বেতন স্কেলে বিভিন্ন বৈষম্য ও অসংগতির বিষয়ে প্রাপ্ত অভিযোগসমুহ পরীক্ষা নিরীক্ষা করে নিষ্পত্তির লক্ষে সরকারের কাছে সুপারিশ প্রেরণ, এতৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পর্যালোচনা করে সিলেকশন গ্রেড, টাইমস্কেল, ইনক্রিমেন্ট, বাড়িভাড়া সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রেরণ ইত্যাদি। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন। এ কমিটি গঠনের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের একটা দাবি পূরণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হলো।