এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া:
পেকুয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা বিকাল পর্যন্ত চলে এ কর্মশালা। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্থান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায় এর সভাপতিত্বে ও উপসহকারী-কৃষি কর্মকর্তা ছৈয়দ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.ক.ম শাহারিয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আব্দুল কাদের। কর্মশালায় উপজেলার পেকুয়া, মগনামা, উজানটিয়া,রাজাখালী,বারবাকিয়া, শিলখালী ও টৈটং ইউনিয়ের ৬০জন কৃষাণ কৃষাণী অংশ নেয়। তাদেরকে কৃষি সংশ্লিষ্ঠ সকল বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপজেলার কৃষি ব্লক সমুহের দায়িত্বপ্রাপ্ত স্ব-স্ব উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।