মোঃ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁওঃ
দীর্ঘ ২২ বছর প্রতীক্ষার পর অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠদানের অনুমতি পেয়েছে কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌফলদন্ডী সবুজবাগ মডেল স্কুল।
পাঠদানের অনুমতি বাবা সংক্রান্ত খবরটি ৪ এপ্রিল কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)-এ প্রকাশিত হয়।
বহুল কাঙ্ক্ষিত এই স্বীকৃতিতে সবুজবাগ ট্রাষ্ট প্রতিষ্ঠাতা কমিটি, পরিচালনা কমিটি, অভিভাবক মহল, শিক্ষক-শিক্ষিকা, অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বিরাজ করেছে। স্বীকৃতির জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছে।
শুধু পাঠদানের স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়, শিক্ষা দীক্ষায় স্কুলকে আরও এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন স্কুলের প্রধান শিক্ষক মনির আহমদ।
পাঠদান স্বীকৃতির ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন, বিভিন্নভাবে বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।