আমি গোল ভিখারী

প্রকাশ: ৪ এপ্রিল, ২০১৯ ০৬:০৩ , আপডেট: ৪ এপ্রিল, ২০১৯ ০৬:১১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


 সৌরভ শর্মা

ছলিম সাহেব আর ডালিম সাহেব। দুজনে রাজনৈতিক দলের দু-পক্ষের নেতা।উভয়ে চেয়ারম্যান পদপ্রার্থী।দুজনের মনে ভীষণ কষ্ট, এতদিনের তিল তিল করে সঞ্চিত টাকা-পয়সা সব কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। যেকোনো ভাবেই ভোটে জিততে হবে।

ছলিম সাহেব এলাকায় ১০ টা মাইক দেন তো ডালিম সাহেব দেন ২০ টা। ডালিম সাহেব ১০০ জনকে কাপড় দেন তো ছলিম সাহেব দেন ২০০ জনকে।ছলিম সাহেব এলাকাকে জাপান বানানোর কথা বললে ডালিম সাহেব সিঙ্গাপুর বানানোর কথা বলেন।

নির্বাচনের আর মাত্র দুদিন বাকি।নদীর পাড়ে উভয়পক্ষের দেখা।  উভয়পক্ষ নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী দাবি করে।একপর্যায়ে সিদ্ধান্ত হলো, দুই গ্রুপের মধ্যে ফুটবল ম্যাচ হবে। যে নেতা খেলায় সবচেয়ে বেশি গোল দিতে পারবে সে পক্ষকে সবচেয়ে শক্তিশালী পক্ষ হিসেবে মেনে নেওয়া হবে।

যথারীতি ম্যাচ শুরু হলো। ডালিম সাহেব সবচেয়ে বেশি গোল করলেন কিন্তু পুরষ্কার দেয়া হলো ছলিম সাহেবকে।  দু-পক্ষের মধ্যে তুমুল মারামারি হলো। দু-পক্ষের অনেকে আহত হলো।  ব্যাপারটা আদালত পর্যন্ত গড়ালো।

জর্জ সাহেব বিস্তারিত সব জানার পর ডালিম সাহেবকে ডেকে জিজ্ঞেস করলেন,
আপনি গোল করেছেন কয়টি?
৫ টি।
ছলিম সাহেব করেছেন কয়টি?
২ টি।
আপনি গোল করেছেন কাদের গোলপোষ্টে?
নিজেদের গোলপোষ্টে।

জর্জ সাহেব হাসতে হাসতে অজ্ঞান।

সৌরভ শর্মা ,কক্সবাজার