প্রেস বিজ্ঞপ্তি

মরহুম এডভোকেট ফাহিমা আকতার এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা ও দায়রা জজ  খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে অদ্য ৪ এপ্রিল  বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি এডভোকেট হোছাইন আহমদ আনসারী। মরহুম এডভোকেট এর জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন। জেলা জজ সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম বিজ্ঞ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরবর্তীতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিজ্ঞ সদস্য এডভোকেট নেজামুল হক। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।

অতঃপর  জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন এর সভাপতিত্বে সকাল ১১ টার সময় মরহুম এডভোকেট ফাহিমা আকতার স্মরণে শোকসভা আরম্ভ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।

উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট মাহবুবুল আলম টিপু, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, এডভোকেট সাকী-এ-কাউসার, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট কাসেম আলী, এডভোকেট রমিজ আহমদ, এডভোকেট আখতার উদ্দীন হেলালী, এডভোকেট মোঃ নেজামুল হক, এডভোকেট ইব্রাহিম খলিল, এডভোকেট আমির হোসেন, এডভোকেট আবদুল বারী-১, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট সিরাজুল মোস্তফা, তাঁর বড় ভাই সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু তাহের।

সভা শেষে মরহুম ফাহিমা আকতার এডভোকেট এর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল হক।

উল্লেখ্য, ফাহিমা আকতার এডভোকেট ১৪ মার্চ’২০১৯ খ্রিস্টাব্দ রাত ১২.৩০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন ১৫ মার্চ’ শুক্রবার বাদ আছর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।