ইমাম খাইর, সিবিএন:
শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে পাঠদানের অনুমতি পেয়েছে কক্সবাজার জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

সেগুলো হলো-কক্সবাজার সদরের আলহাজ্ব শফিউল আজম এডুকেশনাল ইনস্টিটিউট, ছনখোলা মডেল হাই স্কুল, সবুজবাগ মডেল স্কুল, হাজী ছিদ্দিকিয়া মডেল হাই স্কুল, উখিয়া চেপটখালী মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়, সৈয়দ বখতিয়ার চেমন বাহার চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয়, পেকুয়া টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ এবং মহেশখালী মাতারবাড়ি আইডিয়াল বালিকা স্কুল।

বুধবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে।

সঙ্গে পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাও পাঠানো হয়েছে চেয়ারম্যানদের কাছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

একইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৬৯টি প্রতিষ্ঠানকে, মাধ্যমিক পর্যায়ে ৮৫টি প্রতিষ্ঠানকে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২১টি প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে।