প্রেস বিজ্ঞপ্তি:

প্রথম আলো বন্ধুসভা আয়োজিত কক্সবাজার বিতর্ক উৎসব-২০১৯ এর মহেশখালী পর্ব অনুষ্ঠিত হচ্ছে  ৪ এপ্রিল বৃহস্পতিবার। মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় ভেন্যুতে দিনব্যাপী চলবে এই বিতর্ক উৎসব।উৎসব শুরু হবে সকাল ৯ টায়।

উৎসবে অংশ নিচ্ছে ৮টি স্কুল। স্কুলগুলো হলো- বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড হাইস্কুল, কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়, কালারমারছড়া উচ্চবিদ্যালয়, হোয়ানক বহুমুখী উচ্চবিদ্যালয়, গোরকঘাটা উচ্চবিদ্যালয়, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় ও  মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতা দিচ্ছে- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।

প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন- এবারের আসরে উপজেলা পর্যায়ে তিনটি উৎসব হচ্ছে। গত ২১ মার্চ অনুষ্টিত হয়েছে, ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া উপজেলানিয়ে ঈদগাঁও পর্ব বিতর্ক উৎসব।

আগামী ৭ এপ্রিল অনুষ্টিত হবে রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে রামু বিতর্ক উৎসব।

তিন উৎসবের চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অজনকারী ৯ টি স্কুলের সাথে কক্সবাজার শহরের ৬ টি স্কুল এবং জেলার ৮ টি কলেজ নিয়ে এপ্রিলের মাঝামাঝি সময়ে হবে জেলা বিতর্ক উৎসব।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ বলেন- পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। ইতোমধ্যে তিনি কক্সবাজারের উন্নয়নে ২৫টিমেগাউন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। উন্নয়নের পাশাপাশি কক্সবাজারের ছেলেমেয়েদের মেধা ও মননে এগিয়ে নিতে এই বিতর্ক উৎসবের বিকল্প নেই।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল বলেন-  প্রত্যেক প্রতিষ্ঠান তিন জনের বিতর্ক দলের সঙ্গে একজন শিক্ষক রাখতে পারবেন। বিতর্কের বিষয়বস্তু আগেই জানিয়ে দেয়া হয়েছে এবং প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে  দলনেতাদের উপস্থিতিতে ৩০ মিনিট আগে লটারীর মাধ্যমে নির্ধারণ করা হবে। অংশগ্রহনকারী সকলকে সকালের নাস্তা, দুপুরের খাবার, সার্টিফিকেট, টি-শার্ট, কলম,আইডি কার্ড এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার দেয়া হবে।