আবুল কালাম, চট্রগ্রাম:
বাংলাদেশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেল এর সহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে অপসারণ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চট্রগ্রাম সিটি করপোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (৩ এপ্রিল) সকালের দিকে তারা মিছিল সহকারে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমবেত হন।

সেখানে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও অংগসংঠন এবং ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা।

সমাবেশে অনেক ওয়ার্ড কাউন্সিলর ও আ, লীগ নেতা বক্তব্য রাখেন। তারা সবাই প্রকৌশলী পলাশকে চট্টগ্রাম থেকে বহিষ্কারের দাবি জানান।

সোমবার (১ মার্চ) সন্ধ্যায় আন্দরকিল্লার নগর ভবনের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে গৃহায়ন কর্তৃপক্ষের ৬জন প্রকৌশলীর সঙ্গে আলোচনার একপর্যায়ে ওই প্রকৌশলীর কথা কাটাকাটি হয় মেয়রের সঙ্গে। এসময় তিনি মেয়রের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বাজার বসিয়ে অপরাধ আড়াল করার জন্য তাকে বকাঝকা করেছিলাম। সেটাকে ইস্যু করে তারা এখন অপপ্রচার চালাচ্ছে।’