হাফিজুল ইসলাম চৌধুরী :
বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ১৭ কোটি মানুষ অসাধ্যসাধন করতে পারে। দেশকে এগিয়ে নিতে পারে।

বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামাল উদ্দিন এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন- বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে ছেলেমেয়েদের ছোটবেলা থেকে ধারণাটাই পাল্টে যাচ্ছে।

ইউএনও সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, উপজেলার একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) ওবাইদুল হক প্রমূখ।

মেলায় স্থান পাওয়া ৬টি স্টলে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যবহার বিষয়ে প্রদর্শনী করেন। এসব স্টল পরিদর্শন করে অতিথিরা সন্তুষ্ট হন।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার এ আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে।