শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের মোবাইল ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাকে ভ্রাম্যমান আদালতে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আটক ছিনতাইকারী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শপাড়া এলাকার মোঃ আব্বাসের পুত্র মোঃ আনসার উল্লাহ (৩০)। মঙ্গলবার রাত ৮টায় জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয় এবং একেএম লুতফর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আশরাফুল আশরাফ জয় জানান, সমুদ্র সৈকতে বিচরণ এক পর্যটক থেকে মোবাইল ছিনতাই করে ছিনতাইকারী আনসার উল্লাহ। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন বছরের কারাদন্ড দেয়া হয় এবং উদ্ধার করা মোবাইলটি ওই পর্যটককে ফিরিয়ে দেয়া হয়। এতে সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ ও বীচকর্মীরা।

আশরাফুল আশরাফ জয় বলেন, সৈকতে পর্যটকদের নিরবচ্ছিন্ন নিরাপত্তার জন্য জেলা প্রশাসন সব সময় সতর্ক রয়েছে। সেই সাথে ট্যুরিস্ট পুলিশ ও বীচকর্মীরা নিরলস দায়িত্ব পালন করছেন। কোনোভাবেই পর্যটকের হয়রানি সহ্য করা হবে না। তাই সৈকতের নিরাপত্তায় আমরা জেগে আছি সবসময়।’