শফিক আজাদ,উখিয়া :

উখিয়া উপজেলার পালংখালীর ইউনিয়নের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভূট্টো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার কবির আহমদ, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি, ছাত্রনেতা আলী আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির ৫ বারের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সদস্য ও বিশিষ্ট্য সমাজসেবক আকবর আহমদ, পরিচালনা কমিটির সদস্য ও যুবলীগ নেতা আবু তাহের, নুরুল আমিন ভুট্টো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবজ সেন প্রমূখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের অনুষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য আকবর আহমদ এবং আবু তাহেরের নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে রকমারী শাড়ি বিতরণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত, দ্বৈত সংগীত পরিবেশনের জন্য এ দু’সদস্যের পক্ষ থেকে বিজয়ীদের আলাদা ভাবে পুরস্কৃত করা হয়। বনভোজনে উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অত্র বিদ্যালয়ের অভিভাবক, ছাত্র/ছাত্রী ও অতিথিবৃন্দরা অংশ গ্রহন করেন।