মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, কক্সবাজার শহরের সিকদার মহলের পশ্চিম পার্শ্বস্থ পল্লবী লেইনের বাসিন্দা এডভোকেট মোহাম্মদ আলম গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম শহরের প্রাইভেট হাসপাতাল সিএইচসিআর-এ ৭০৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের মামুন পাড়া নিবাসী মরহুম হাজী আবদুল কুদ্দুস সিকদারের পুত্র, সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলম গত ৩০ মার্চ দক্ষিণ টেকপাড়া পল্লবী লেইনস্থ নিজ বাসভবনে স্ট্রোক করলে প্রথমে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও পরে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রেজাউল করিম মনসুরের তত্বাবধানে চিকিৎসা চলার পর তাঁর স্বাস্থ্যের আরো অবনতি ঘটলে গত ৩১ মার্চ রাত্রে তাকে চট্টগ্রাম শহরের সিএইসসিআর-এ ভর্তি করা হয়। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডাঃ হাসানুজ্জামানের তত্ববধানে এড. মোহাম্মাদ আলমের চিকিৎসা চলছে বলে তাঁর নিকটাত্মীয় ও কক্সবাজার জেলা পরিষদের উচ্চমান সহকারি মোহাম্মদ আমান উল্লাহ সিবিএন-কে জানিয়েছেন। এদিকে, এডভোকেট মোহাম্মদ আলমের সহধর্মিনী সেলিনা আলম তাঁর স্বামীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহতালার রহমত কামনা ও সবার কাছে দোয়া চেয়েছেন। এডভোকেট মোহাম্মদ আলম ১৯৮৬ সালের ৩০ অক্টোবর আইনজীবী হিসাবে জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।