এম. সালাহ উদ্দিন আকাশ,উখিয়া : কক্সবাজারের উখিয়ায় কালবৈশাখী ঝড়ে রাস্তায় বড় গাছ ভেঙ্গে পড়ে প্রায় ১ ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এসময় রাস্তায় আটকা পড়ে শত-শত গাড়ি। দূর্ভোগে পড়ে পথচারী ও যাত্রীরা। তবে এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ মার্চ) রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে উখিয়ার বটতলী রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শাহাজান বলেন, ঝড়ো বাতাশে একটি বড় গাছ রাস্তায় পড়লে যোগাযোগ বন্ধ হয়ে সড়কের দুইদিকে আটকে পড়ে শত-শত গাড়ি। দূ্ভোগে পড়ে পথচারী ও যাত্রীরা।

স্থানীয় যুবকরা নিজ উদ্যোগে দ্রুত উদ্ধার শুরু করে পরবর্তীতে সংবাদকর্মী এম. সালাহ উদ্দিন আকাশের ফোনে স্টেশন অফিসার মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে উদ্ধার কাজে অংশ নেয় উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল। স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় যান চলাচল স্বভাবিক হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।