মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সিটি কলেজে সদ্য যোগদানকৃত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরা নিবাসী ছৈয়দ আকবরের পুত্র আছিফুল ইসলাম ফরিয়াদ (২৬) রোববার সন্ধ্যা ৭ টায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি–রাজেউন)। ফারিয়াদ ইসলাম রোববার সকালে স্ট্রোক করলে তাকে প্রথমে কক্সবাজারে একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে তাকে চট্টগ্রাম নেয়ার পথে পটিয়া পৌঁছালে সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সুত্রে জানাগেছে , ১ এপ্রিল সোমবার বাদে জোহর কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা ও আসরের নামাজের পর গ্রামের বাড়ী পশ্চিম গোমাতলী জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজা অনুষ্ঠিত ও  পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে আছিফুল ইসলামের আকষ্মিক  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সিটি কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন , অধ্যক্ষ ক্যথিং অং ,উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক ,হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা শাহানুর আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী,সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী,ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন,বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নুরুল ইসলাম,হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ ,ইংরেজী বিভাগের অধ্যাপক হাশেম উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপিকা তসলিমা রশিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক আবুল কালাম আজাদ ,দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো ,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জেবুন্নেছা , প্রাণ রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক শারায়াত পারভীন লুবণা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম ও কলেজের সকল ছাত্রছাত্রী- কর্মচারীবৃন্দ।