প্রেস বিজ্ঞপ্তি:

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ কমিটি গঠনকল্পে একসভা গতকাল শুক্রবার বিকালে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।

বন্ধুসভার সাধারণ সম্পাদক রিফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক নুরুল আবছার খান।

বক্তব্য দেন, প্রথম আলো বন্ধুসভার প্রধান উপদেষ্টা সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু, কক্সবাজার পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাংবাদিক মোহাম্মদ জুনাইদ, বন্ধুসভা জেলা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক ফারিয়াল মৌমিতা পুস্পি, বন্ধুসভার সদস্য রাহিমা আকতার খুশি, শারমিন আকতার, শাফকাত শাহরিয়ার রশিদ প্রমুখ।

শেষে এক বছর মেয়াদের জন্য প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ কমিটি ঘোষণা দেন অনুষ্টানের প্রধান অতিথি অধ্যাপক নুরুল আবছার খান।

# কমিটি নিম্নরূপ :

সভাপতি-ইফতেখার বুলবুল তানজিদ, সহসভাপতি-রিফাতুল আলম, মিজানুর রহমান ও সালমান ফারুক, সাধারণ সম্পাদক-মুরাদ মুক্তাদির তোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক-নুরুল আমিন রিমন, রোমান উদ্দিন রানা ও ইশতিয়াক ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক-মেহেরুন্নেসা প্রমি, উপ-সাংগঠনিক সম্পাদক-সিরাজুল করিম সিফাত, পাঠচক্র বিষয়ক সম্পাদক-সাজ্জাদ ইকবাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শফিকুল মোস্তফা আহিল, যোগাযোগ সম্পাদক-শারমিন আক্তার, প্রচার সম্পাদক-রাজেস দেব, মানব সম্পদ বিষয়ক সম্পাদক-দীপেন দাশ, দপ্তর সম্পাদক-সাদেক হোসেন খোকা, সাহিত্য সম্পাদক-উন্মে হাবিবা সাইমুন, পাঠাগার সম্পাদক-মামুনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক-কানিজ ফাতেমা সাফা, অর্থ সম্পাদক-আবদুল হামিদ ভাসানী, পরিবেশ সম্পাদক-মিতা বড়ুয়া, ক্রীড়া সম্পাদক-বায়জিদ মো. আরিফ, অনুষ্টান সম্পাদক-উমেনা তানজিলা ঝুমা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক-জয়ন শর্মা, দুযোর্গ ও ত্রাণ সম্পাদক-আজিজুল ইফাজ, সদস্য-সাহেদুল হক সাইমুন, রিয়াদ হোসেন নাহিদ, হাসান মুর্তজা, রমিজ উদ্দিন, শেখ রাসেল, ইয়াসমিন আক্তার, হারুন রশিদ মাহির, তোফাজ্জল জান্নাত এঞ্জেল ও মিজানুর রহমান।

# উপদেষ্টা পরিষদ :

আব্দুল কুদ্দুস রানা ( প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান), মফিদুল আলম ( সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ), মোহাম্মদ উল্লাহ ( সহকারী অধ্যাপক-ইতিহাস বিভাগ), নিজাম উদ্দিন ফারুকী ( সহকারী অধ্যাপক-গণিত বিভাগ) ও মিঠুন চক্রবর্তী ( প্রভাষক-ইংরেজি বিভাগ)।