মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার এইএসসি ও সমমানের ৮ টি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারী করা হয়েছে। গত ২৭ মার্চ কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত ২০৭ নম্বর স্মারকে এই আদেশ জারী করা হয়। পরীক্ষাকেন্দ্র গুলো হচ্ছে-চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় এইসএসসি পরীক্ষাককেন্দ্র কক্সবাজার সরকারী কলেজ, কক্সবাজার সরকারী মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজ, ঈদগাহ ফরিদ আহমদ কলেজ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম পরীক্ষা কেন্দ্র-ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইসএসসি (ভোকেশনাল) পরীক্ষাককেন্দ্র-কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও কক্সবাজার সিটি কলেজ। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে এই আদেশ জারী করা হয়। আদেশে পরীক্ষা সংশ্লিষ্ট ও আইনানুগভাবে অনুমোদিত ব্যক্তিবর্গ ছাড়া পরীক্ষা শুরুর একঘন্টা আগে, পরীক্ষা শেষের একঘন্টা পর পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের দু’শ মিটার ব্যাসার্ধের মধ্যে ৫ জনের অধিক লোকের সমাবেশ, মিছিল-মিটিং, আগ্নেয়াস্ত্র বহন, লাটিসোটা বহন, শব্দযন্ত্রের ব্যবহার সহ পরীক্ষা ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটায় এমন সব কাজ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। সড়ক ও মহাসড়কে যান চলাচল এ আদেশের আওতায় আসবেনা। সোমবার ১ এপ্রিল পরীক্ষা শুরুর দিন থেকে এ আদেশ কার্যকর হবে। এছাড়া কক্সবাজার জেলার বাকী ৭ টি উপজেলার এইসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতেও অনুরূপ ১৪৪ ধারা জারী করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।