সিবিএন:
টেকনাফে নাফ নদে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে শফি আলম (১৮) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুরের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার সংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শফি আলম উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাইক্ষংখালী এলাকার নুর আলমের ছেলে

ঘটনার সময় শফি আলমের সঙ্গে থাকা তার বড় ভাই ফরিদ আলম বলেন, বুধবার সকালে নাফ নদের মৌলভী বাজার পয়েন্টে দিয়ে ছোট নৌকায় মাছ ধরতে যান তারা দুই ভাই। মাছ ধরার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন শফি আলম। এ সময় শফিকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হল্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দীর্ঘদিন ধরে নাফ নদে জেলেদের মাছ ধরা বন্ধ রয়েছে। এ বন্ধের সময় চোরাই পথে মাছ ধরতে যান দুই ভাই।

এ বিষয়ে টেকনাফস্থ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ঘটনাটি বিকেলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।