জাহাঙ্গীর আলম কাজল :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের উদ্যোগে বিকাল ৪টায় উপজেলার ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাণবন্তকর পরিবেশে ওই খেলা শিশু কিশোরসহ সব বয়সের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। মূহুর্তেই মাঠের চারপাশ কানায় কানায় ভরপুর মাঠটি উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উদ্বোধন করে আয়োজক ও দর্শক সাধারণের সাথে আনন্দ উপভোগে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়াপ্রেমী নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন।

থানার ওসি (তদন্ত) জায়েদ নুরের উপস্থাপনায় এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ইমরান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য মো: ইউনুছ, ডা: তপন বডুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় রেফারীর দায়িত্ব পালন, ছালেহ আহম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিম ফারুক।

খেলাটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তরুণ পুলিশ অফিসার এসআই জাফর আহাম্মদ, এসআই খোকন, এস আই সেলিম, আমিন, রাজিব, এএসআই রফিক। খেলায় বাইশারী ইউনিয়নকে হারিয়ে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন বিজয়ী হয়েছে।