স্বাধীনতা

প্রকাশ: ২৬ মার্চ, ২০১৯ ০৮:০২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আশু বড়ুয়া

পচিঁশে মার্চ পাকবাহিনীর
গনহত্যা আর নৃশংসতা,
ইতিহাসের পাতায়
দেখেনি এই নিষ্ঠুর বর্বরতা।

সহজ সরল নিরুপায় ছিল
এই বাঙ্গলি জাতি
কত নিস্পাপ প্রাণ কেড়ে
নিয়েছিল ঐ রাতি।

অত্যাচার গণহত্যায়
বাঙ্গালি হয়েছিল ক্ষুদ্ধ,
ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে
ঘোষিত হল মুক্তিযুদ্ধ।

ত্রিশ লক্ষ শহীদের কথা
এখনও সাড়া দেয় প্রাণে,
বাঙ্গালি করেনি দ্বিধা
দিয়েছে প্রাণ মাতৃভুমির টানে।

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে
অর্জিত এই স্বাধীন রাষ্ট,
জাতির কাছে প্রমাণিত
বাঙ্গলিরা অদম্য অার শ্রেষ্ট।

অবশেষে উড়েছিল লাল
সবুজের পতাকা,
শ্রদ্ধার সাথে করছি স্মরণ
অাজ মহান স্বাধীনতা।