মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার প্রার্থীতা ফিরে পেয়েছেন। হাইকোর্টের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে.এম. হাফিজুল আলমের অবকাশকালীন দ্বৈত বেন্ঞ্চে কক্সবাজার শহরের উত্তর নুনিয়া ছড়ার শামশুল আলমের পুত্র জসিম উদ্দিন দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত হিসাবে অভিযোগ এনে নুরুল আবছারের প্রার্থীতা বাতিল চেয়ে গত ২১ মার্চ একটি রীট পিটিশন দায়ের করেন। যার নম্বর ৩৩৭৪/২০১৯। আদালত ঐদিন শুনানী শেষে নুরুল আবছারের প্রার্থীতা স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রুল জারী করেন। হাইকোর্টের এ স্থগিতাদেশের বিরুদ্ধে সোমবার ২৫ মার্চ নুরুল আবছার সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী’র আদালতে আপীল করেন। যার সিপি নম্বর: ৯৮৬/২০১৯। চেম্বার জজ উক্ত পিটিশন শুনানী করে ২১ মার্চ হাইকোর্টের প্রদত্ত নুরুল আবছারের প্রার্থীতার স্থগিতাদেশের উপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্থগিতাদেশ দেন। ফলে হাইকোর্টের ২১ মার্চের আদেশ আপীল বিভাগের চেম্বার জজ স্থগিত করে দেওয়ায় চেয়ারম্যান পদে নুরুল আবছারের প্রার্থীতা পূর্ণবহাল হলো। বিষয়টি ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার নিজেই ঢাকা থেকে সিবিএন-কে নিশ্চিত ককরেছেন। নুরুল আবছারের এখন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোন বাঁধা থাকলোনা। সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালতে নুরুল আবছারের আপীল আবেদন শুনানী করেন-সাবেক এটর্নি জেনারেল ও সিনিয়র এডভোকেট হাসান আরীফ ও জসিম উদ্দিনের পক্ষে শুনানী করেন-এডভোকেট শেখ মোঃ মোরশেদ। প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ রোববার কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ১০৮ ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে।