সংবাদদাতাঃ

সমুদ্র সৈকতে কর্মরত শিশুদের নিরাপত্তার জন্য সর্বাত্মক পদক্ষেপ নেয়া হবে। শিশুরা বিপদে পড়লে সাথে সাথে জানালে কার্যকর পদক্ষেপ নেয়া যাবে।
রোববার (২৫ মার্চ) বিকেলে পালস বাংলাদেশ কার্যালয়ের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স ( এনসিটিএফ) আয়োজিত মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান বীচে কর্মরত শিশুদের সমস্যা সমাধানে প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানান। অনুষ্ঠানের আয়োজক পালস বাংলাদেশ নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম শিশুদের নিরাপত্তার বিষয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের আশ্বাসের জন্য ধন্যবাদ জানান।তাঁদের উপস্থিতি জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ বেগম খোরশেদ আরা হক, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, এক্সপেউরুল নির্বাহী ই্ণ্জিনিয়ার কানন পাল,হেল্প কক্সবাজার নির্বাহী আবুল কাশেম, বিশিষ্ট শিক্ষাবিদ নাসির উদ্দীন।
শিশু জোস্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ও শিশু — উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন শিশু তানিয়া, সোনিয়া শরীফ, শামশুন্নাহার, হৃদয়, রেখা মণি,তারিক, তানিয়া সাইফুল, রাজিয়া,রেশমা।